
জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টে হারের পর এবার জরিমানা গুনতে হচ্ছে আফগানিস্তানকে। মন্থর ওভার-রেটের কারণে তাদের খেলোয়াড়দের ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানা করা হয়েছে।
বিশ্ব ক্রিকেটের নিয়ন্তা সংস্থা আইসিসি বৃহস্পতিবার এই শাস্তির কথা জানায়। বিবৃতিতে বলা হয়, নির্ধারিত সময়ে ৫ ওভার কম করেছে আফগানরা।
নিয়ম অনুযায়ী, মন্থর ওভার রেটের ক্ষেত্রে প্রতি ওভারের জন্য খেলোয়াড়দের ম্যাচ ফির ৫ শতাংশ জরিমানা করা হয়।
আফগানিস্তানের অধিনায়ক হাশমাতউল্লাহ শাহিদি ম্যাচ রেফারির দেওয়া শাস্তি মেনে নিয়েছেন। ফলে আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।
হারারে স্পোর্টস ক্লাব মাঠে একমাত্র টেস্টে ইনিংস ও ৭৩ রানে জিতেছে জিম্বাবুয়ে। একমাত্র ইনিংসে ৩৫৯ রান করে স্বাগতিকরা। আর প্রথম ইনিংসে ১২৭ রানে গুটিয়ে যাওয়া আফগানিস্তান দ্বিতীয় ইনিংসে করতে পারে ১৫৯ রান।
ঘরের মাঠে ১২ বছর পর টেস্ট জয় ও ২৪ বছর পর ইনিংস ব্যবধানে জয় পায় জিম্বাবুয়ে।
আপনার মতামত লিখুন :