অস্ট্রেলিয়া-ভারত
ঘরোয়া ক্রিকেটে ব্যাট হাতে দুর্দান্ত ফর্ম, সঙ্গে ক্যামেরন গ্রিনের চোটে জাতীয় দলে ফিরতে সময় লাগল না মার্নাস লাবুশেনের। বাদ দেওয়ার কিছু দিনের মধ্যেই অভিজ্ঞ ব্যাটসম্যানকে ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজের দলে ফিরিয়েছে অস্ট্রেলিয়া।
তিন ম্যাচের সিরিজটি থেকে ছিটকে গেছেন ক্যামেরন গ্রিন। গত অগাস্টে সবশেষ ওয়ানডে খেলতে নেমে ৫৫ বলে অপরাজিত ১১৮ রান করা অলরাউন্ডার শরীরের একপাশে ব্যথা অনুভব করছেন।
দলের সঙ্গে যোগ দিতে শনিবার রাতে অ্যাডিলেইড ছাড়বেন লাবুশেন, যেখানে শেফিল্ড শিল্ডের ম্যাচ খেলছেন তিনি। পার্থে রোববার শুরু হবে ভারত-অস্ট্রেলিয়ার মাঠের লড়াই।
সাউথ অস্ট্রেলিয়ার বিপক্ষে চলমান শেফিল্ড শিল্ডের ম্যাচটির প্রথম ইনিংসে বৃহস্পতিবার ১ ছক্কা ও ১৯ চারে ১৫৯ রান করেন কুইন্সল্যান্ডের অধিনায়ক লাবুশেন। এর আগে তাসমানিয়ার বিপক্ষে শেফিল্ড শিল্ডের প্রথম রাউন্ডে ১৬০ রানের ইনিংস খেলেন তিনি।
নতুন মৌসুমের শুরুতে ওয়ানডে কাপে ভিক্টোরিয়ার বিপক্ষে ১৩০ রান করেন লাবুশেন। পরে তাসমানিয়ার বিপক্ষে ৫০ ওভারের এই প্রতিযোগিতায় খেলেন ৯১ বলে ১০৫ রানের ইনিংস।
ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজের দলে শুরুতে লাবুশেনকে রাখেনি অস্ট্রেলিয়া। সবশেষ ১০ ওয়ানডেতে ফিফটি নেই তার। আর এই পড়তি ফর্মই তাকে তাকে ছিটকে দিল দলের বাইরে।
তবে দমে যাননি লাবুশেন। চলতি ঘরোয়া মৌসুমে দুই সংস্করণে মিলিয়ে পাঁচ ইনিংসের মধ্যে চারটি সেঞ্চুরি উপহার দেন। যার সুবাদে আবার জাতীয় দলে ফিরলেন ৩১ বছর বয়সী লাবুশেন। সতীর্থ গ্রিনের দুর্ভাগ্যও তার দলে ফেরার পেছনে বড় একটি কারণ।
গত বছর পিঠের অস্ত্রোপচারের পর কেবলই পেশাদার ক্রিকেটে বোলিংয়ে ফেরেন গ্রিন। আসছে অ্যাশেজে পেস বোলিং অলরাউন্ডার হিসেবে খেলার জন্য প্রস্তুত হচ্ছিলেন তিনি। ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার হয়ে সাউথ অস্ট্রেলিয়ার বিপক্ষে শেফিল্ড শিল্ডের ম্যাচ খেলতে নিউ জিল্যান্ডে টি-টোয়েন্টি সিরিজ খেলেননি গ্রিন।
দীর্ঘ পরিসরের ওই ম্যাচটিতে ৮ ওভার বোলিং করার কথা ছিল তার। কিন্তু কেবল ৪ ওভার বোলিং করেন তিনি, নেন এক উইকেট। দ্বিতীয় ইনিংসে তাকে বোলিংয়ের অনুমতি দেয়নি ক্রিকেট অস্ট্রেলিয়ার মেডিকেল বিভাগ।
ভারতের বিপক্ষে প্রথম দুই ওয়ানডেতে বোলিং করার সম্ভাবনা ছিল না গ্রিনের। এমনকি তৃতীয় ও শেষ ম্যাচে তাকে বিশ্রাম দেওয়ার পরিকল্পনাও ছিল অস্ট্রেলিয়ার। অ্যাশেজের প্রস্তুতির জন্য শেফিল্ড শিল্ডের তৃতীয় ও চতুর্থ রাউন্ডের ম্যাচ খেলতে ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে গ্রিনকে রাখেনি অস্ট্রেলিয়া।
কিন্তু এখন তাকে নিয়ে অস্ট্রেলিয়ার পরিকল্পনায় ব্যাঘাত ঘটল। অনুশীলনের সময় চোট পাওয়া গ্রিনকে এখন কিছুদিনের জন্য পুনর্বাসনের মধ্যে থাকতে হবে। আশা করা হচ্ছে, আগামী ১৮ অক্টোবর শুরু হতে যাওয়া ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার শেফিল্ড শিল্ডের তৃতীয় রাউন্ডে খেলতে ও বোলিং করতে পারবেন তিনি।
ভারতের বিপক্ষে সিরিজটিতে বিশ্বকাপ জয়ী অধিনায়ক প্যাট কামিন্সকে পাচ্ছে না অস্ট্রেলিয়া। পেশির চোটের কারণে প্রথম দুই ম্যাচে খেলতে পারবেন না কিপার-ব্যাটসম্যান জশ ইংলিস। সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে প্রথম ওয়ানডে খেলবেন না লেগ স্পিনার অ্যাডাম জ্যাম্পা। এবার গ্রিনের চোট অস্ট্রেলিয়ার জন্য আরেকটি বড় ধাক্কা।
দ্বিপাক্ষিক সিরিজটির শেষ দুই ম্যাচ হবে অ্যাডিলেইড ও সিডনিতে, আগামী ২৩ ও ২৫ অক্টোবর।
আপনার মতামত লিখুন :