এশিয়া কাপে বিস্ফোরক ব্যাটিং পারফরম্যান্সে দারুণ এক স্বীকৃতি পেয়েছেন আভিশেক শার্মা। আইসিসি ‘প্লেয়ার অব দা মান্থ’ নির্বাচিত হয়েছেন ভারতের এই ওপেনার। সেপ্টেম্বরের সেরা নারী ক্রিকেটারের সম্মাননা পেয়েছেন ভারতীয় ওপেনার স্মৃতি মান্ধানা।
গত মাসের সেরা পুরুষ ও নারী ক্রিকেটারের নাম বৃহস্পতিবার প্রকাশ করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্তা সংস্থা আইসিসি।
স্বদেশী স্পিনার কুলদিপ ইয়াদাভ ও জিম্বাবুয়ের ব্যাটসম্যান ব্রায়ান বেনেটকে পেছনে ফেলে সেরা হয়েছেন আভিশেক।
সংযুক্ত আরব আমিরাতে ভারতের এশিয়া কাপ জয়ের পথে সাত ম্যাচে ৪৪.৮৫ গড়ে বাঁহাতি ওপেনার করেন ৩১৪ রান। স্ট্রাইক রেট ছিল চোখ কপালে তোলার মতো, ২০০!
আসরে আর কেউ তিনশ রান করতে পারেননি। ২৬১ রান করে তালিকার দুই নম্বরে থেকে আসর শেষ করেন শ্রীলঙ্কার পাথুম নিসাঙ্কা।
সুপার ফোর পর্বে তিন ম্যাচের সবকটিতে পঞ্চাশ ছাড়ানো ইনিংস খেলেন আভিশেক। পাকিস্তানের বিপক্ষে ৩৯ বলে ৭৪, বাংলাদেশের বিপক্ষে ৩৭ বলে ৭৫ ও শ্রীলঙ্কার বিপক্ষে ৩১ বলে ৬১ রান করেন তিনি।
মান্ধানা হারিয়েছেন দক্ষিণ আফ্রিকার ওপেনার তাজমিন ব্রিটস ও পাকিস্তানের ব্যাটার সিদরা আমিনকে।
আভিশেকের মতো বাঁহাতি এই ওপেনার বিবেচিত সময়ে চারটি ওয়ানডে খেলে ৭৭ গড় ও ১৩৫.৬৮ স্ট্রাইক রেটে করেন ৩০৮ রান।
ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে তিন ম্যাচে তার ব্যাট থেকে আসে ৫৮, ১১৭ ও ১২৫ রানের ইনিংস। তৃতীয় ম্যাচে ৫০ বলে তিন অঙ্ক ছুঁয়ে ভারতের হয়ে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়েন তিনি।
আপনার মতামত লিখুন :