রান আউট হয়ে সীমানা দড়ি ছাড়ানোর পর যে ক্ষোভের বিস্ফোরণ ঘটিয়েছিলেন ইব্রাহিম জাদরান, তাতে শাস্তি অনুমিতই ছিল। সেটাই হলো। আচরণবিধি ভাঙায় জরিমানা গুনলেন আফগানিস্তানের ওপেনার, সঙ্গে তার নামের পাশে যুক্ত হলো একটি ডিমেরিট পয়েন্ট।
আবু ধাবিতে মঙ্গলবার বাংলাদেশের বিপক্ষে সিরিজের তৃতীয় ওয়ানডের ঘটনায় এই শাস্তি পেলেন ইব্রাহিম। আফগানিস্তান ইনিংসের ৩৭তম ওভারে রান আউট হয়ে যান তিনি।
টানা দুই ম্যাচে ৯৫ রানে আউটের পর ভীষণ ক্ষিপ্ত দেখায় ইব্রাহিমকে। সীমানা দড়ি পার হওয়ার পর সজোরে ছুড়ে ফেলেন ব্যাট। ডাগআউটে গিয়ে লাথি দেন চেয়ারে।
এই ঘটনায় দোষ স্বীকার করে নিয়েছেন ইব্রাহিম, ম্যাচ রেফারি গ্রায়েম ল্যাব্রয়ের দেওয়া শাস্তিও মেনে নিয়েছেন। তাই কোনো আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি।
ম্যাচটি ২০০ রানে জিতে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করে আফগানিস্তান।
আপনার মতামত লিখুন :