দলের সেরা ক্রিকেটারদের একজন রাশিদ খানকে নিয়ে সতর্ক থাকতে চায় আফগানিস্তান। দুই সপ্তাহে বাংলাদেশের বিপক্ষে ছয় ম্যাচ খেলা তারকা এই লেগ স্পিনারকে তাই দিয়েছে বিশ্রাম। জিম্বাবুয়েতে একমাত্র টেস্টে তাকে ছাড়াই খেলবে আফগানরা।
জিম্বাবুয়ে সফরের টেস্ট ও টি-টোয়েন্টি দল বুধবার ঘোষণা করেছে আফগানিস্তান। টি-টোয়েন্টি সিরিজ দিয়ে জাতীয় দলে ফিরবেন রাশিদ।
পরিচিত মুখদের সঙ্গে নতুন কয়েকজন ক্রিকেটার নিয়ে টেস্ট দল সাজিয়েছে আফগানিস্তান। ঘরোয়া ক্রিকেটে লাল বলে আলো ছড়িয়ে টেস্ট দলে ডাক পেয়েছেন ডানহাতি পেসার জিয়াউর রাহমান, বাঁহাতি স্পিনার শারাফউদ্দিন আশরাফ ও লেগ স্পিনার খালিল গুরবাজ।
বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে খেলার সময় চোট পাওয়া রেহমাত শাহ আপাতত আছেন মাঠের বাইরে। স্বাভাবিকভাবেই টেস্ট দলে নেই অভিজ্ঞ এই ব্যাটসম্যান।
ধারাবাহিক পারফরম্যান্সে টেস্ট ও টি-টোয়েন্টি দুই দলেই জায়গা করে নিয়েছেন বাঁহাতি স্পিনিং অলরাউন্ডার শাহিদউল্লাহ। বাংলাদেশের বিপক্ষে সদ্য সমাপ্ত সাদা বলের সিরিজে খেলা বাঁহাতি পেসার বাশির আহমাদকে রাখা হয়েছে টেস্ট দলে। টি-টোয়েন্টি দলেও আছেন তিনি।
হাশমাতউল্লাহ শাহিদির নেতৃত্বাধীন দলে আরও আছেন ইব্রাহিম জাদরান, রাহমানউল্লাহ গুরবাজদের মতো অভিজ্ঞরা। হারারেতে আগামী ২০ অক্টোবর শুরু সাদা পোশাকের লড়াই।
টি-টোয়েন্টি দলে রাশিদের ডেপুটির দায়িত্বে থাকবেন ইব্রাহিম জাদরান। ২০২৪ সালে অভিষিক্ত এজাজ আহমাদ আহমাদ ফিরেছেন দলে। অভিজ্ঞ মোহাম্মদ নাবি, আজমাতউল্লাহ ওমারজাই, মুজিব উর রাহমান, নুর আহমাদদের রাখা হয়েছে। তাদের সঙ্গে আছেন পেসার ফারিদ মালিক ও আবদুল্লাহ আহমাদজাই।
বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে হারে আফগানিস্তান। পরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে মেহেদী হাসান মিরাজের দলকে হোয়াইটওয়াশ করে দেয় তারা।
জিম্বাবুয়েতে ২৯ ও ৩১ অক্টোবর এবং ২ নভেম্বর টি-টোয়েন্টি তিনটি খেলবে আফগানিস্তান। সবগুলো ম্যাচই হবে হারারেতে।
আফগানিস্তান টেস্ট দল: হাশমাতউল্লাহ শাহিদি (অধিনায়ক), রাহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, আব্দুল মালিক, আফসার জাজাই, ইকরাম আলিখিল, বাহির শাহ, শাহিদউল্লাহ, ইসমাত আলম, শারাফউদ্দিন আশরাফ, জিয়াউর রাহমান আকবর, ইয়ামিন আহমাদজাই, জিয়া উর রাহমান শারিফি, খালিলি গুরবাজ, বাশির আহমাদ।
রিজার্ভ: ইব্রাহিম আব্দুলরাহিমজাই, সেদিকউল্লাহ আতাল, শামস উর রাহমান।
আফগানিস্তান টি-টোয়েন্টি দল: রাশিদ খান (অধিনায়ক), ইব্রাহিম জাদরান, রাহমানউল্লাহ গুরবাজ, সেদিকউল্লাহ আতাল, দারভিশ রাসুলি, শাহিদউল্লাহ, এজাজ আহমাদ আহমাদজাই, আজমাতউল্লাহ ওমারজাই, মোহাম্মদ নাবি, শারাফউদ্দিন আশরাফ, নুর আহমাদ, মুজিব উর রাহমান, বাশির আহমাদ, ফারিদ মালিক, আবদুল্লাহ আহমাদজাই।
রিজার্ভ: এএম গাজানফার, ফারিদুন দাউদজাই
আপনার মতামত লিখুন :