২০২৬ আইপিএলে নতুন ভূমিকায় দেখা যাবে কেন উইলিয়ামসনকে। লাক্ষ্নৌ সুপার জায়ান্টসের ‘স্ট্র্যাটেজিক অ্যাডভাইজার’ হিসেবে নিয়োগ পেয়েছেন নিউ জিল্যান্ডের ব্যাটিং গ্রেট।
ফ্র্যাঞ্চাইজিটি বৃহস্পতিবার সামাজিক মাধ্যমে নিশ্চিত করেছে বিষয়টি। এছাড়া স্পিন বোলিং কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে সাবেক ইংলিশ অফ স্পিনার কার্ল ক্রোকে।
দলটির প্রধান কোচ হিসেবে আছেন জাস্টিন ল্যাঙ্গার, পেস বোলিং কোচ ভারাত আরুন।
দলের সঙ্গে কাজ করতে মুখিয়ে আছেন ৩৫ বছর বয়সী উইলিয়ামসন।
“এলএসজিতে (লাক্ষ্নৌ সুপার জায়ান্টস) যোগ দিতে পেরে আমি সত্যিই রোমাঞ্চিত। তাদের অসাধারণ প্রতিভাবান দল ও দুর্দান্ত সব কোচ আছেন, যাদের সঙ্গে কাজ করার জন্য আমি উন্মুখ। সেরা ফ্র্যাঞ্চাইজি প্রতিযোগিতা আইপিএলে অংশ নেওয়া সবসময়ই বিশেষ কিছু।”
লাক্ষ্নৌর জন্য গত দুটি আইপিএল একদম ভালো কাটেনি। ২০২২ ও ২০২৩ আসরে চতুর্থ হওয়া দলটি ২০২৪ ও ২০২৫ আসরে হয় সপ্তম।
লাক্ষ্নৌর মালিক সাঞ্জিব গোয়েঙ্কার মালিকানাধীন দল ডারবান সুপার জায়ান্টসের হয়ে দক্ষিণ আফ্রিকার এসএ টোয়েন্টির সবশেষ আসরে খেলেছেন উইলিয়ামসন। আন্তর্জাতিক ক্রিকেট থেকে এখনও তিনি অবসর নেননি। নিউ জিল্যান্ড ক্রিকেটের কেন্দ্রীয় চুক্তি থেকে নিজেকে সরিয়ে নেওয়ার পর বেছে বেছে সিরিজ খেলছেন তিনি।
সবশেষ তাকে দেশের হয়ে দেখা গেছে গত মার্চে চ্যাম্পিয়ন্স ট্রফিতে। এরপর জাতীয় দলের খেলা থাকলেও তিনি ব্যস্ত ছিলেন কাউন্টি ক্রিকেট ও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে। এই মাসের শুরুতে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজেও তিনি ছিলেন না। খেলবেন না ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজেও। ইংলিশদের বিপক্ষে ওয়ানডে সিরিজে ফিরতে পারেন সাবেক কিউই অধিনায়ক।
২০১৫ থেকে ২০২৪, টানা ১০ মৌসুমে আইপিএলে খেলেছেন উইলিয়ামসন। ২০১৮ সালে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে ৭৩৫ রান করে আসরের সর্বোচ্চ রান সংগ্রাহকের পুরস্কার ‘অরেঞ্জ ক্যাপ’ জিতেছিলেন তিনি। ২০২৩ আসরে তিনি যোগ দেন গুজরাট টাইটান্সে। সেবার দলটির প্রথম ম্যাচে হাঁটুতে মারাত্মক চোট পেয়ে বাকি অংশে আর খেলতে পারেননি তিনি। ২০২৪ আসরে দলটির হয়ে খেলার সুযোগ পান কেবল দুটি ম্যাচে। ২০২৫ আইপিএলের মেগা নিলামে তাকে দলে নেয়নি কেউ।
সবশেষ গত অগাস্টে ইংল্যান্ডের একশ বলের প্রতিযোগিতা দা হান্ড্রেড-এ খেলেছেন উইলিয়ামন। সেখানে লন্ডন স্পিরিটের হয়ে আট ইনিংসে ১২৯.৯৩ স্ট্রাইক রেটে তিনি করেছেন ২০৪ রান।
আপনার মতামত লিখুন :