আন্তর্জাতিক ক্রিকেটে রোহিত শার্মা ও ভিরাট কোহলির ভবিষ্যৎ নিয়ে জল্পনা-কল্পনার শেষ নেই। দীর্ঘ দিন পর জাতীয় দলের হয়ে খেলার দুয়ারে থাকা অভিজ্ঞ দুই ব্যাটসম্যান কি ভারতের ২০২৭ বিশ্বকাপের পরিকল্পনায় আছেন কিংবা অস্ট্রেলিয়া সফর দিয়ে কি নির্ধারণ হবে তাদের ভবিষ্যৎ? এসব এখন ভারতীয় ক্রিকেটে আলোচনার কেন্দ্রে।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মঙ্গলবার দ্বিতীয় ও শেষ টেস্ট ৭ উইকেটে জিতে নেয় ভারত। দুই ম্যাচের সিরিজে ক্যারিবিয়ানদের হোয়াইটওয়াশ করা নিয়ে খুব বেশি আলোচনা নেই। রোহিত ও কোহলিকে নিয়ে কী ভাবছে টিম ম্যানেজমেন্ট, সেটা নিয়েই সবার আগ্রহ বেশি।
দিল্লি টেস্ট শেষে সংবাদ সম্মেলনেও ভারত কোচ গৌতাম গাম্ভিরের কাছে জানতে চাওয়া হয়, রোহিত ও কোহলিকে নিয়ে তাদের পরিকল্পনা। সরাসরি কিছু না বলে ঘুরিয়ে উত্তর দেন সাবেক ভারতীয় ওপেনার।
২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর এই সংস্করণে জাতীয় দলকে বিদায় বলে দেন রোহিত ও কোহলি। গত মে মাসে পাঁচ দিনের মধ্যে টেস্ট ক্রিকেট থেকেও অবসরের ঘোষণা দেন ভারতের দুই তারকা ব্যাটসম্যান। এখন কেবল ওয়ানডেতে সক্রিয় আছেন তারা।
গত মার্চে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল খেলার পর আসন্ন অস্ট্রেলিয়া সফর দিয়ে ওয়ানডেতে ফিরছেন রোহিত ও কোহলি। মাঝে অবশ্য কোনো ওয়ানডে খেলেনি ভারতও। দলে জায়গা পেলেও নেতৃত্ব হারিয়েছেন রোহিত। টেস্টের পর শুবমান গিলকে ৫০ ওভারের সংস্করণেও অধিনায়ক করা হয়েছে।
এরপর থেকে ভারতীয় দলে রোহিত ও কোহলির ভবিষ্যৎ নিয়ে আলোচনা যেন পেয়েছে বাড়তি মাত্রা। অনেকে মনে করছেন, দলে জায়গা ধরে রাখতে অস্ট্রেলিয়ায় নিজেদের মেলে ধরতে হবে এই দুইজনকে, ব্যর্থ হলে বাদ পড়তে পারেন তারা।
দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ায় হবে ওয়ানডের আগামী বিশ্বকাপ। দুই বছর পরের সেই বৈশ্বিক আসরের জন্য ভারতের পরিকল্পনায় রোহিত, কোহলি আছেন কি না, গাম্ভিরের কাছে জানতে চাওয়া হলে নিজের ভাবনা তুলে ধরেন ভারত কোচ।
“দেখুন, ৫০ ওভারের বিশ্বকাপ এখনও আড়াই বছর দূরে। আমার মনে হয়, বর্তমানে থাকাটা বেশি গুরুত্বপূর্ণ। অবশ্যই তারা উঁচু মানের ক্রিকেটার, দলে ফিরছে, অস্ট্রেলিয়ায় তাদের অভিজ্ঞতাও কাজে লাগবে।”
“আশা করি, সফল একটি সফর কাটবে তাদের, আরও গুরুত্বপূর্ণ হলো, দল হিসেবে সফল সিরিজ কাটবে আমাদের।”
ভারত ও অস্ট্রেলিয়ার তিন ম্যাচের ওয়ানডে সিরিজটি শুরু আগামী রোববার। পরের দুই ম্যাচ ২৩ ও ২৫ অক্টোবর।
আপনার মতামত লিখুন :