সিরিজ শুরু হতে বাকি আর তিন দিন। অথচ এখনও ব্যাটিং অনুশীলন শুরু করেননি লিটন কুমার দাস। সম্ভাব্য চিত্রও তাই এঁকে ফেলা যায়। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজেও তার ফেরার সম্ভাবনা কমই। জাতীয় নির্বাচক হাসিবুল হোসেন জানালেন, মাঠে ফিরতে আর কিছু দিন সময় লাগবে অভিজ্ঞ এই ব্যাটসম্যানের।
এশিয়া কাপে ভারত ম্যাচের আগে অনুশীলনে চোট পেয়েছিলেন লিটন। সেই চোট তাকে ছিটকে দেয় আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজ থেকেও। সংযুক্ত আরব আমিরাত থেকে দেশে ফেরার পর পুনবার্সন প্রক্রিয়ায় আছেন টি-টোয়েন্টি অধিনায়ক, যা চলছে এখনও।
চোটের অবস্থা বুঝতে মঙ্গলবার তার এমআরআই করানো হয়েছে বলে খবর পাওয়া গেছে কয়েকটি সূত্র থেকে।
লিটনের চোট পরবর্তী পুনর্বাসন প্রক্রিয়ার অগ্রগতির সবশেষ খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান বিসিবির প্রধান চিকিৎসক দেবাশিষ চৌধুরি।
‘‘লিটনের মাংস পেশীর চোট সেরে গিয়েছে। এমআরআই করানো হবে আবার। এটা নিয়মিত প্রক্রিয়ার অংশ, পুনর্বাসন কতটুকু কোন অবস্থায় আছে, তা জানার জন্য।”
“কাল হয়তো নির্বাচকদের কাছে আমরা ওর বিষয়ে প্রতিবেদন দেব। লিটন এখনও ব্যাটিং শুরু করেনি। কয়েকটি রানিং সেশন হয়েছে। এমন সেশন আরও কয়েকটি হবে। তারপর ফিটনেস ট্রেনার রিপোর্ট দেবেন। এমআরআই রিপোর্টে কী আসে, সেটাও দেখতে হবে।’’
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু শনিবার। এই সিরিজের জন্য বাংলাদেশের স্কোয়াড ঘোষণা করা হতে পারে বৃহস্পতিবার। সেখানে লিটনের জায়গা পাওয়ার সম্ভাবনা কতটা, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তা জানালেন জাতীয় নির্বাচক হাসিবুল।
‘‘লিটন আজকে (মঙ্গলবার) এমআরআই করাতে গিয়েছে। রিপোর্ট আসার পর চিকিৎসকরা আমাদের বিস্তারিত জানাবেন। তারপরই সিদ্ধান্ত হবে। লিটন এখনও ব্যাটিং শুরু করেনি, পুনর্বাসন চলছে। সম্ভবত আরও কিছুদিন লাগবে ওর মাঠে ফিরতে।”
“আমরা যতটুকু খবর পেয়েছি, তাতে ওয়ানডে সিরিজে ওকে না পাওয়ার সম্ভাবনাই বেশি। সম্ভবত টি-টোয়েন্টি দিয়েই ফেরার সুযোগ আছে ওর। চলতি সপ্তাহে ব্যাটিং করতে পারবে কি না, তা এমআরআই রিপোর্টের ওপর নির্ভর করবে।’’
লিটনের সাম্প্রতিক ওয়ানডে পারফরম্যান্স অবশ্য ভালো নয় মোটেও। সবশেষ আট ইনিংস মিলিয়ে তার মোট রান ১৩। দুই অঙ্ক ছুঁতে পারেননি একটিতেও, চার ইনিংসে ফিরেছেন শূন্যতে। সবশেষ ফিফটি করেছেন ১৪ ইনিংস আহে ২০২৩ বিশ্বকাপে।
তবে দলের অন্য বেশির ভাগ ব্যাটসম্যানের অবস্থাও ভালো নয়। আফগানিস্তানের বিপক্ষে চলতি সিরিজে ধুঁকেছে দলের ব্যাটিং।
আফগানদের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচটি মঙ্গলবারই। বাংলাদেশ সময় সন্ধ্যা ছয়টায় শুরু খেলা। ম্যাচ শেষে বুধবার বিকেলে ও রাতে দুই ভাগে ঢাকায় ফিরবে দল। ওয়েস্ট ইন্ডিজ দলও এই দিনে ঢাকায় আসবে দুটি ভিন্ন ফ্লাইটে।
ক্যারিবিয়ানদের বিপক্ষে ওয়ানডে সিরিজের তিন ম্যাচ ১৮, ২১ ও ২৩ অক্টোবর মিরপুর শের-ইং-বাংলা স্টেডিয়ামে। এরপর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ চট্টগ্রামে ২৭, ২৯ ও ৩১ অক্টোবর।
আপনার মতামত লিখুন :