কনকাশন পরীক্ষায় উতরে গেলেও ভাগ্য পুরোপুরি সহায় হলো না রাচিন রাভিন্দ্রার। মুখে আঘাত পাওয়া নিউ জিল্যান্ডের ক্রিকেটার শেষ পর্যন্ত ছিটকে গেলেন অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ থেকে।
বদলি হিসেবে একই ধরনের কোনো ক্রিকেটারকে নেয়নি নিউ জিল্যান্ড। বাঁহাতি স্পিনিং অলরাউন্ডারের জায়গায় সুযোগ পেয়েছেন অভিজ্ঞ পেস বোলিং অলরাউন্ডার জিমি নিশাম।
রাভিন্দ্রার খেলতে না পারা চোট-জর্জরিত নিউ জিল্যান্ডের জন্য বিশাল এক ধাক্কা। নিয়মিত অধিনায়ক মিচেল স্যান্টনারসহ সম্ভাব্য সেরা স্কোয়াডের অন্তত আট ক্রিকেটারকে পাচ্ছে না তারা এই সিরিজে।
মাউন্ট মঙ্গানুইয়ে ফিল্ডিং অনুশীলনের সময় বাউন্ডারি বোর্ডের সঙ্গে লেগে মুখে বাজেভাবে চোট পান রাভিন্দ্রা। তার ওপরের ঠোঁট ও নাকের অংশটুকু কেটে গেছে। বিশেষ ধরনের জটিল সেলাই পড়েছে সেখানে, যা সেরে উঠতে সময় লাগবে কিছুটা।
নিউ জিল্যান্ডের কোচ রব ওয়াল্টার জানিয়েছেন, সামনে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ তাকিয়ে রাভিন্দ্রাকে সেরে ওঠার সময় দিতে চান তারা।
দলে ডাক পাওয়া নিশাম নিউ জিল্যান্ডের হয়ে খেলেছেন ৮৪ টি-টোয়েন্টি। সবশেষ গত জুলাইয়ে জিম্বাবুয়েতে ত্রিদেশীয় সিরিজে একটি ম্যাচে খেলেছিলেন তিনি।
অস্ট্রেলিয়ার বিপক্ষে কিউইদের তিন ম্যাচের সিরিজটি শুরু বুধবারই।
আপনার মতামত লিখুন :