চ্যাপেল-হ্যাডলি ট্রফি
৬ রানে ৩ উইকেট হারানো দলকে খাদের কিনার থেকে টেনে তুললেন টিম রবিনসন। দুর্দান্ত ব্যাটিংয়ে অপরাজিত সেঞ্চুরিতে দলকে এনে দিলেন মাঝারি পুঁজি। কিন্তু বোলাররা পারলেন না নিজেদের মেলে ধরতে। মিচেল মার্শের বিস্ফোরক ব্যাটিংয়ে নিউ জিল্যান্ডকে উড়িয়ে দিল অস্ট্রেলিয়া।
মাউন্ট মঙ্গানুইয়ে বুধবার চ্যাপেল-হ্যাডলি সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ৬ উইকেটে জিতেছে অস্ট্রেলিয়া। প্রতিপক্ষের ১৮১ রান ২১ বল বাকি থাকতে টপকে যায় তারা।
শুরুতে ব্যাটিং বিপর্যয়ে পড়া কিউইদের কক্ষপথে ফেরানো রবিনসন দেশের হয়ে ক্যারিয়ারের প্রথম টি-টোয়েন্টি সেঞ্চুরিতে করেন ১০৬ রান। তার ৬৬ বলের ইনিংসটি সাজানো ৫টি ছক্কা ও ৬টি চারে।
রবিনসনের চমৎকার ইনিংসটি বিফলে যায় রান তাড়ায় মার্শের খুনে ব্যাটিংয়ে। ৫ ছক্কা ও ৯ চারে ৪৩ বলে ৮৫ রান করে ম্যাচ সেরার পুরস্কার জিতে অস্ট্রেলিয়া অধিনায়ক।
দুই দলই গুরুত্বপূর্ণ বেশ কয়েকজন ক্রিকেটারকে ছাড়া সিরিজটি খেলছে।
বে ওভালে এদিন টস হেরে ব্যাটিংয়ে নেমে তৃতীয় বলে টিম সাইফার্টকে হারায় স্বাগতিকরা। দ্বিতীয় ওভারে ডেভন কনওয়েকে বোল্ড করার পরের বলে মার্ক চ্যাপম্যানকে কট বিহাইন্ড করে দেন বেন ডোয়ার্শিস।
ভীষণ চাপে পড়া দলের হাল ধরেন রবিনসন ও ড্যারিল মিচেল। আগ্রাসী ব্যাটিংয়ে ৫৫ বলে ৯২ রানের জুটি গড়েন দুইজন। যেখানে অগ্রণী ছিলেন রবিনসন।
জুটির শুরুতে রানের চাকায় দম দেন মিচেল। পাওয়ার প্লের শেষ ওভারে মার্কাস স্টয়নিসকে ছক্কায় উড়িয়ে ডানা মেলে দেন রবিনসন। এরপর একের পর এক বল বাউন্ডারির বাইরে পাঠাতে থাকেন তিনি।
প্রথম ১৩ বলে ৮ রান করা রবিনসন ফিফটি স্পর্শ করেন ৩১ বলে। সেখানে না থেমে ইনিংস আরও এগিয়ে নেন তিনি। কিন্তু একাদশ ওভারে বিদায় নেন মিচেল, ১ ছক্কা ও ৩ চারে ২৩ বলে ৩৪ রান করে।
বেভন জ্যাকবসকে নিয়ে দলের রান দেড়শ পার করেন রবিনসন। তাদের ৬৪ রানের জুটি অবশ্য আরও আগে ভাঙতে পারত। কিন্তু ৭০ রানে থাকা রবিনসনকে স্টাম্পিং করতে ব্যর্থ হন অ্যালেক্স কেয়ারি। সপ্তদশ ওভারের পরপর দুই বলে ক্যাচ ছাড়েন ট্রাভিস হেড ও টিম ডেভিড।
ইনিংস শেষের আগের ডেলিভারিতে চার মেরে কাঙ্ক্ষিত সেঞ্চুরিতে পা রাখেন রবিনসন। পরের বল ছক্কায় উড়িয়ে দলের রান ১৮০ পার করেন তিনি।
লক্ষ্য তাড়ায় অস্ট্রেলিয়াকে দারুণ শুরু এনে দেন মার্শ ও হেড। পাওয়ার প্লের শেষ ওভারে ভাঙে তাদের ৩৩ বল স্থায়ী ৬৭ রানের বিস্ফোরক জুটি। ৬ চারে ১৮ বলে ৩১ রান করেন হেড।
মার্শের সঙ্গে দ্রুত রান বাড়ানোয় মনোযোগ দেন ম্যাথু শর্টও। কাইল জেমিসনকে চারের পর ছক্কায় ওড়ান তিনি। এরপর জ্যাকারি ফোকসকে মারেন আরেকটি ছক্কা। ফোকসের ওই ওভারে টানা দুই ছক্কায় ২৩ বলে ফিফটি স্পর্শ করেন মার্শ।
দুটি করে ছক্কা-চারে ১৮ বলে ২৯ রান করে জেমিসনের স্লোয়ার ফুলটসে এলবিডব্লিউ হয়ে ড্রেসিং রুমে ফেরেন শর্ট। তার বিদায়ে ভাঙে মার্শের সঙ্গে ৬৮ রানের যুগলবন্দী।
ঝড়ো ব্যাটিংয়ে সেঞ্চুরির সম্ভাবনা জাগানো মার্শকে থামান ম্যাট হেনরি। ছক্কার চেষ্টায় বাউন্ডারিতে ধরা পড়েন অস্ট্রেলিয়া ওপেনার। দুটি ছক্কা ও এক চারে ১২ বলে ২১ রান করে অপরাজিত থাকেন ডেভিড। দাপুটে জয়ে মাঠ ছাড়ে সফরকারীরা।
একই মাঠে সিরিজের দ্বিতীয় ম্যাচ আগামী শুক্রবার।
সংক্ষিপ্ত স্কোর:
নিউ জিল্যান্ড: ২০ ওভারে ১৮১/৬ (সাইফার্ট ৪, কনওয়ে ১, রবিনসন ১০৬, চ্যাপম্যান ০, মিচেল ৩৪, জ্যাকবস ২০, ব্রেসওয়েল ৭, ফোকস ০; হেইজেলউড ৪-০-২৩-১, ডোয়ার্শিস ৪-০-৪০-২, স্টয়নিস ২-০-২৭-০, বার্টলেট ৩-০-৩০-০, জ্যাম্পা ৪-০-২৭-০, শর্ট ৩-০-৩২-১)
অস্ট্রেলিয়া: ১৬.৩ ওভারে ১৮৫/৪ (মার্শ ৮৫, হেড ৩১, শর্ট ২৯, ডেভিড ২১, কেয়ারি ৭, স্টয়নিস ৪; হেনরি ৪-০-৪৩-২, ডাফি ৩-০-৩১-০, ফোকস ২.৩-০-৩৫-১, জেমিসন ৪-০-৪৬-১, ব্রেসওয়েল ৩-০-২৯-০)
ফল: অস্ট্রেলিয়া ৬ উইকেটে জয়ী
ম্যান অব দা ম্যাচ: মিচেল মার্শ
সিরিজ: ৩ ম্যাচের সিরিজে ১-০তে এগিয়ে অস্ট্রেলিয়া
আপনার মতামত লিখুন :