এশিয়া কাপের ট্রফি নিয়ে অচলাবস্থা কাটছেই না। চ্যাম্পিয়ন দলের ট্রফি ও ক্রিকেটারদের মেডেল দেওয়া নিয়ে যে জটিলতা তৈরি হয়েছে, তা সমাধানের দায়িত্ব পাঁচটি টেস্ট খেলুড়ে দেশের ক্রিকেট বোর্ডের ওপর ছেড়ে দিয়েছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)।
ক্রিকেট ওয়েবসাইট ক্রিকবাজের খবর, দুবাইয়ে মঙ্গলবার বিকালে বৈঠকে বসে এসিসি সদস্যরা। সেখানেই ট্রফি দেওয়ার সিদ্ধান্ত ভারত, পাকিস্তান, আফগানিস্তান, শ্রীলঙ্কা ও বাংলাদেশের ওপর ছেড়ে দেওয়া হয়। পাঁচ দেশের ক্রিকেট বোর্ড এখন একটি আনুষ্ঠানিক বৈঠক ডাকবে।
এসিসির সভায় সভাপতিত্ব করেন সংস্থাটির সভাপতি মহসিন নাকভি। ভারতের প্রতিনিধি হিসেবে ভার্চুয়ালি সভায় উপস্থিত ছিলেন বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) সহ-সভাপতি রাজিব শুক্লা ও সংস্থাটির সাবেক কোষাধ্যক্ষ আশিষ শেলার।
এই সভায় আলোচনার আরও দুটি বিষয় ছিল- এসিসির সহ-সভাপতি নির্বাচন ও অনূর্ধ্ব-১৯ টুর্নামেন্টের মতো ইমার্জিং খেলোয়াড়দের অন্যান্য ইভেন্টের সূচি চূড়ান্ত করা। কিন্তু বৈঠকে এগুলোর কোনোটিই উত্থাপন করা হয়নি।
এবারের এশিয়া কাপে পাকিস্তানকে তিনবার হারিয়ে ট্রফি জিতে নেয় ভারত। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর তিন ম্যাচে পাকিস্তানি ক্রিকেটারদের সঙ্গে ভারতীয় ক্রিকেটারদের হাত না মেলানো থেকে শুরু করে নানা ঘটনাপ্রবাহে আসরজুড়েই পরিস্থিতি ছিল উত্তপ্ত। সেই উত্তেজনার আগুনে যেন ঘি পড়ে ফাইনালের ট্রফি নিয়ে নতুন বিতর্কে।
দুবাইয়ের ফাইনালে গত রোববার রোমাঞ্চকর লড়াইয়ে পাকিস্তানকে ৫ উইকেটে হারায় ভারত। এসিসি সভাপতি হিসেবে চ্যাম্পিয়ন দলকে ট্রফি ও প্রাইজমানির চেক দেওয়ার কথা নাকভির, যিনি একই সঙ্গে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান ও পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীও।
ভারতীয় দলের চাওয়া ছিল, নাকভি ছাড়া অন্য কারও কাছ থেকে পুরস্কার নেবেন তারা। কিন্তু পাকিস্তানের ক্রিকেটারদের রানার্সআপের মেডেল দেওয়া হলেও চ্যাম্পিয়ন দলের ট্রফি ও ক্রিকেটারদের মেডেল শেষ পর্যন্ত দেওয়া হয়নি।
বিভিন্ন সংবাদমাধ্যমে বলা হয়, ট্রফি নিয়ে চলে যান পিসিবি প্রধান নাকভি। একটি ছবিতে দেখা যায়, ট্রফি নিয়ে যাচ্ছেন এক কর্মকর্তা।
পরে ভারতীয় দলকে দেখা যায় ট্রফি ছাড়াই উদযাপন করতে। ফুটবল বিশ্বকাপ জয়ের পর লিওনেল মেসির সেই বিখ্যাত উদযাপনের মতো করে কল্পিত ট্রফি হাতে উদযাপন করা, কল্পিত ট্রফি উঁচিয়ে ধরা, ফটোসেশন, সবই করেন ভারতীয় ক্রিকেটাররা।
ট্রফি না পেয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান বিসিসিআই সচিব দেভাজিৎ সাইকিয়া। নভেম্বরের আইসিসি সভায় তারা ব্যাপারটি জোর দিয়ে তুলে ধরবেন বলেও জানান তিনি।
সংবাদ সম্মেলনে ভারত অধিনায়ক সুরিয়াকুমার ইয়াদাভ বলেন, এরকম কিছু তিনি কখনোই দেখেননি যে, চ্যাম্পিয়ন দলকে ট্রফি দেওয়া হয়নি।
আপনার মতামত লিখুন :