আইসিসি র্যাঙ্কিং
ধারাবাহিক পারফরম্যান্সে টি-টোয়েন্টি ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান আরও মজবুত করেছেন আভিশেক শার্মা। এই সংস্করণে সর্বোচ্চ রেটিং পয়েন্টের রেকর্ড গড়েছেন ভারতীয় ওপেনার। অলরাউন্ডারদের মধ্যে প্রথমবারের মতো শীর্ষে উঠেছেন পাকিস্তানের সাইম আইয়ুব।
পুরুষ ক্রিকেটারদের র্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ যথারীতি বুধবার প্রকাশ করেছে আইসিসি।
টি-টোয়েন্টিতে আভিশেকের রেটিং পয়েন্ট এখন ৯২৬। তিনি ভেঙে দিয়েছেন পাঁচ বছর আগে দাভিদ মালানের গড়া সবচেয়ে বেশি রেটিং পয়েন্টের রেকর্ড। ২০২০ সালে ইংলিশ ব্যাটসম্যানের রেটিং পয়েন্ট ছিল ৯১৯।
টি-টোয়েন্টি অলরাউন্ডারদের মধ্যে ৪ ধাপ এগিয়েছেন সাইম। ২৪১ রেটিং পয়েন্ট তার। দীর্ঘদিন শীর্ষে থাকা ভারতের হার্দিক পান্ডিয়া (২৩৩) নেমে গেছেন দুইয়ে।
এবারের এশিয়া কাপে অপরাজিত থেকে ভারতের শিরোপা জয়ের পথে বড় ভুমিকা রাখেন আভিশেক। সুপার ফোরে বাংলাদেশের বিপক্ষে ৫ ছক্কা ও ৬ চারে ৩৭ বলে ৭৫ রান করেন বাঁহাতি ব্যাটসম্যান। ওই ইনিংস খেলেই মালানকে রেটিং পয়েন্টে পেছনে ফেলেন তিনি। ম্যাচটির পর তার পয়েন্ট ছিল ৯২৮।
শ্রীলঙ্কার বিপক্ষে রুদ্ধশ্বাস ম্যাচে ৩১ বলে ৬১ রানের ইনিংস খেলেন আভিশেক। ২ ছক্কার সঙ্গে মারেন ৮টি চার। ওই ইনিংসের পর তার রেটিং পয়েন্ট হয়ে যায় ৯৩১। কিন্তু ফাইনালে পাকিস্তানের বিপক্ষে জ্বলে উঠতে পারেননি তিনি। আউট হয়ে যান স্রেফ ৫ রান করে। তাতে ৫ পয়েন্ট কমে যায় তার।
৮৪৪ রেটিং পয়েন্ট নিয়ে দুইয়ে ইংল্যান্ডের ফিল সল্ট। তার সঙ্গে আভিশেকের পয়েন্টের পার্থক্য ৮২। পাকিস্তানের বিপক্ষে এশিয়া কাপের ফাইনালে ম্যাচ জেতানো ইনিংস খেলা ভারতের তিলাক ভার্মা আগের মতোই আছেন তিনে। চারে ইংল্যান্ডের জস বাটলার।
শীর্ষ দশে পরিবর্তন আছে আরও কিছু। দুই ধাপ এগিয়ে পাঁচে উঠে এসেছেন শ্রীলঙ্কার পাথুম নিসাঙ্কা। তার সতীর্থ কুসাল পেরেরা দুই ধাপ এগিয়ে এখন নবম স্থানে।
উল্লেখযোগ্য উন্নতি হয়েছে পাকিস্তানের সাহিবজাদা ফারহানের। ১১ ধাপ এগিয়ে তিনি এখন ১৩ নম্বরে। তার সতীর্থ ফাখার জামানের অগ্রগতি ৬ ধাপ, আছেন ৬০তম স্থানে।
বোলারদের র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন ভারতের ভারুন চক্রবর্তী। দুইয়ে নিউ জিল্যান্ডের জ্যাকব ডাফি। দুই ধাপ এগিয়ে তিনে অস্ট্রেলিয়ার অ্যাডাম জ্যাম্পা।
ভারতের বাঁহাতি রিস্ট স্পিনার কুলদিপ ইয়াদাভ ৯ ধাপ উন্নতি করে এখন দ্বাদশ স্থানে। ১২ ধাপ এগিয়ে ভারতের আকসার প্যাটেলের সঙ্গে যৌথভাবে ১৩ নম্বরে পাকিস্তানের পেসার শাহিন শাহ আফ্রিদি। ভারতের তারকা পেসার জাসপ্রিত বুমরাহর অগ্রগতি ১২ ধাপ, আছেন ২৯ নম্বরে।
এবারের এশিয়া কাপটা ব্যাট হাতে ভীষণ বাজে কেটেছে সাইমের। তবে বোলিংয়ে আলো ছড়িয়েছেন তিনি। বোলারদের মধ্যে ৫১ ধাপ এগিয়ে ৫৮তম স্থানে জায়গা করে নিয়েছেন।
সুপার ফোরের শেষ ম্যাচে বাংলাদেশের বিপক্ষে রানের খাতা খুলতে পারেননি সাইম। পরে বল হাতে ৪ ওভারে স্রেফ ১৬ রান দিয়ে নেন ২ উইকেট।
টুর্নামেন্টে চার ইনিংসে শূন্য রানে বিদায় নেওয়া সাইম ফাইনালে ভারতের বিপক্ষে করেন ১৪ রান। পরে অফ স্পিনে ৩ ওভারে ১৬ রান দিয়ে ছিলেন উইকেটশূন্য।
আপনার মতামত লিখুন :